বাচ্চাদের ছুটির আমেজের মধ্যে পড়ে ক্রিসমাস বা বড়দিনের উৎসব। ছুটির মৌসুম মানেই আনন্দ আর উল্লাস। ছুটির সঙ্গে ক্রিসমাসের আনন্দ আরও দ্বিগুণ হয়। বাচ্চাদের কাছে ক্রিসমাসের সবচেয়ে আনন্দের মুহূর্ত হল উপহার পাওয়া। ক্রিসমাস ফাদার খ্যাত সান্তাক্লজের কাছে উপহার পেতে উৎসবের আগ থেকেই অপেক্ষায় থাকে বাচ্চারা।
ক্রিসমাসে বাচ্চাদের সেরা আকর্ষণ থাকে 'স্টকিং স্টাফার' বা ক্রিসমাসের ছোট উপহারে। 'সান্তাক্লজ' ছোটদের উপহার দেন। বাচ্চাদের খুশি করতে 'স্টকিং স্টাফার' বা ক্রিসমাসের ছোট উপহারের ব্যবস্থা করেন অভিভাবকরাও। 'স্টকিং স্টাফার' ব্যয়বহুল হতে হবে এমনটা কিন্তু নয়। কেবল ভালবাসা আর স্নেহ দিয়ে উপহারগুলো পূর্ণ হলেই খুশি হবে বাচ্চারা।
ক্রিসমাসের আনন্দে অভিভাবকরা তাদের বাচ্চাদের সঙ্গে হাসি, খেলা, ঘোরাঘুরির মুহূর্তগুলো ভাগ নেয়। অনেকেই বাচ্চাদের জন্য় 'স্টকিং স্টাফার' বা ছোট উপহারে কী কিনবেন তা ধারণায় থাকে না। বরং অযথা ঘুরে সময় নষ্ট করেন। এই শীতে অযথা ঘোরাঘুরি না করে সঠিক জায়গায় গিয়ে বাচ্চাদের জন্য সঠিক উপহারটি বেছে নিন। বাচ্চাদের জন্য ক্রিসমাসের 'স্টকিং স্টাফার'-এ সারপ্রাইজ দিতে একটি তালিকা করতে পারেন। যে উপহারগুলো তারা পছন্দ করবে এবং পুরো সময় উপভোগ করবে।
বোর্ড গেম
বোর্ড গেম হতে পারে সেরা ক্রিসমাস স্টকিং। এই উপহারটি বাচ্চাদের বেশ পছন্দ হবে। অনেক বয়সী বাচ্চাদের জন্য় উপযুক্ত বোর্ড গেম পাওয়া যায়। আপনার সন্তানের আগ্রহের উপর ভিত্তি করে বোর্ড গেম বেছে নিতে পারেন।
হট চকলেট বোমা
অত্যন্ত মজাদার এবং সুস্বাদু হট চকোলেট বোমা। খাবারটি এই বছরও নেটদুনিয়ায় জনপ্রিয়তা পেয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে এখনও হট চকলেট বোমার ভিডিও ঘুরে বেড়াচ্ছে। গোলাকার বলের মতো আকৃতির চকোলেট, মার্শম্যালো, চিনি এবং কোকো পাউডার দিয়ে বানানো হয় এই খাবারটি। যা তৈরিতে এক মিনিটেরও কম সময় লাগবে। স্বাস্থ্যকর উপাদানের এই খাবারটি ঘরেই বানিয়ে সন্তানকে উপহার দিন।
হেডব্যান্ড
ছোট মেয়েদের জন্য হেডব্যান্ড হতে পারে পছন্দের উপহার। ক্রিসমাস স্টকিং স্টাফার্স হিসাবে এই উপহার মেয়েরা পছন্দ করবে। বড় বা ছোট চুলগুলো হেডব্যান্ড দিয়ে সাজিয়ে নিতে পারবে এই বিশেষ দিনটিতে। তবে আরামদায়ক ইলাস্টিক এবং কাপড়ের হেডব্যান্ড বেছে নিন উপহারের জন্য়ে।
রঙিন বই
বাচ্চাদের ভিতরের শিল্পীকে উত্সাহিত করতে রঙিন বইগুলো উপহার দিতে পারেন। বাচ্চাদের সৃজনশীল সাধনায় আগ্রহী করার এটি একটি দুর্দান্ত উপায়। বর্তমান প্রযুক্তির যুগে বেশিরভাগ শিশুই এখনে ইলেকট্রনিক ডিভাইসের দিকে ঝুঁকছে। সেখানে রঙিন বই তাদের জীবনে একটি নতুন সংযোজন হতে পারে।
রঙিন মোজা
ক্রিসমাসে রঙিন পোশাক পড়বে বাচ্চারা। তাদের রঙিন মোজা উপহার দিতে পারেন। এটি তাদের উষ্ণ রাখবে। ভালো মানের মোজা বেছে নিন। কারণ এটি শিশুর পোশাকের একটি প্রয়োজনীয় অংশ। শিশু ছোট হোক বা বড় মোজা দিয়ে তাদের পা যেন পর্যাপ্তভাবে উষ্ণ হয় তা নিশ্চিত করতে হবে। বাচ্চাদের প্রিয় অ্যানিমেটেড কার্টুন বা অক্ষরসহ আরামদায়ক মোজা খুঁজুন।
খেলনার পুতুল
স্টাফড প্রাণী বা খেলনার পুতুল সব বয়সী বাচ্চাদের জন্য একটি দুর্দান্ত উপহার হতে পারে। বাচ্চাদের পছন্দের বড়, তুলতুলে স্টাফড প্রাণী উপহার দিতে পারেন। তারা বেশ খুশি হবে।
আইসক্রিম ছাঁচ
আইসক্রিম, জেল-ও বা পপসিকল মোল্ডগুলো সবসময় কৌতূহলি বাচ্চাদের প্রিয় হয়। যেসব বাচ্চারা রান্নাঘরেও টুকটাক ব্যস্ত থাকেন তাদের জন্য় এটি সেরা উপহার হতে পারে। শখের আইসক্রিম পছন্দের ছাঁচে বানিয়ে খেতে পারবে। আপনার শিশু রন্ধনশিল্পে আগ্রহ থাকলে তাদের সিলিকন আইসক্রিমের ছাঁচ উপহার দেওয়া যেতে পারে। সেই ছাঁচে একসঙ্গে আইসক্রিম বানাতে পারেন। এতে শিশুদের সঙ্গে বন্ধন তৈরি হবে এবং তাদের মনেও কিছু বানানোর আনন্দ থাকবে।